রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে ব্রিজের মোকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ৬ বছরের শিশুকন্যা মৃত্যু হয়েছে।
জানা যায়, (২৬ মার্চ, মঙ্গলবার) বিকেল ৪ টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে মৌসুমি আক্তার (৬) নামে এক কন্যাশিশু ব্যাটারি চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। জানা যায়, তারা রংপুর থেকে আসার পথে মন্নেয়ারপাড়ের ব্রিজে সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। ফলে ঘটনাস্থলে মারা যায় শিশু মৌসুমী।
এলাকাবাসী জানান, রাস্তাটির বেহাল দশা। যা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজে উঠতে অটোটি উল্টে যায় এতে বাচ্চাটি অটোর নিচে পড়ে পরবর্তীতে অটোর নিচ থেকে উদ্ধার করলে বাচ্চাটি সেখানেই মারা যায়।
নিহত শিশু মৌসুমি কালীগঞ্জের জকরীপাড়ার গোলাম মোস্তফার মেয়ে। এই মর্মান্তিক দূর্ঘটনায় পুরো গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া। মৌসুমিকে এভাবে বিদায় জানাতে হবে তারা কখনো ভাবেনি।
এলাকাবাসীর দাবি, ব্রীজের কাজ শেষ হতে কয়েকমাস সময় লাগবে। আসন্ন বর্ষাকালের কথা চিন্তা করে দ্রুত ব্রিজটির কাজ সম্পন্ন করা উচিত।
এ ব্যপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার দেব জানান, ‘নিহত শিশুর জ্যাঠা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’