শরীয়তপুর প্রতিনিধি:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ট্রাস্ট ও পাঠাগারের উদ্যেগে আলোচনা সভা ও গরীব, দুস্থ , অসহায়দের মধ্যে বিনামূল্যে ১টি রিকশা ও ২টি ভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবেদার কান্দি আলহাজ্ব ফিরোজ আহমেদ সড়ক সংলগ্ন আতাউর রহমান খান স্পোটিং ক্লাবে এই রিকশা ও ভ্যান বিতরণ করা হয়।
আতাউর রহমান খান ওয়েলফেয়ার ট্রাস্ট ও পাঠাগার, আতাউর রহমান খান স্পোটিং ক্লাব, রহমানিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী আতাউর রহমান খানের সৌজন্যে এই রিকশা ভ্যান বিতরণ করা হয়।
আতাউর রহমান খান ওয়েলফেয়ার ট্রাস্ট ও পাঠাগারের সভাপতি মোঃ সুরুজ খানের সভাপতিত্বে রিকশা ও ভ্যান বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রিন্ট অনলাইন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মোঃ জামাল মল্লিক, আসাদুল্লাহ মৃধা, শফি মাদবর, হাফেজ আবদুল গনি প্রমুখ।
এসময় স্বর্ণ ঘোষ গ্রামের অসহায় দরিদ্র শাজাহান খানকে ১টি রিকশা ও সুবেদার কান্দি গ্রামের জালাল মুন্সী, দেলোয়ার সরদারকে একটি করে ভ্যান দেওয়া হয়।