কুমিল্লার তিতাসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সরকার, ছাইদুর রহমান, মোবারক হোসেন প্রমুখ।
এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশিক-উর-রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, তিতাস থানার ওসি (তদন্ত) রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা প্রমুখ।