মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় ফেনসিডিল ব্যবসায়ী আবুল হোসেন দেওয়ানের ভাগিনা নাজমুল দেওয়ান পালিয়ে যায়।
শনিবার (২৪ মার্চ) বিকেল ৩টায় শরীয়তপুর ডিবি পুলিশের একটি দল পালং ইউনিয়নের আটিপাড়া এলাকা হতে এসব ফেন্সিডিল উদ্ধার করে।
এবিষয়ে মাদক আইনে নাজমুল দেওয়ানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ডিবি পুলিশ। এছাড়াও অভিযান চালিয়ে হযরত আলী খন্দকার নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশের এসআই শরীফ মফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে চেয়ারম্যানের পরিত্যক্ত ঘর থেকে তার ভাইগ্না নাজমুলের রাখা ১০০ পিস ফেনসিডিল উদ্ধার করি। এ সময় নাজমুল পালিয়ে যায়। নাজমুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
এছাড়াও আটিপাড়া থেকে হযরত আলী খন্দকার নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।