মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরের গোসাইরহাটে ক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে তরমুজসহ অন্যান্য পণ্য বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ মার্চ) বিকেলে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করার সময় এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর কার্যালয় সূত্রে জানা যায়, গোসাইরহাটের নাগেরপাড়া বাজারটি প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম্য বাজার। বাজারটিতে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ ফল ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার জন্য অসাধু উপায়ে জিনিসপত্র বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১২ টা থেকে বিকেল পর্যন্ত নাগেরপাড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে তরমুজসহ অন্যান্য পণ্য বিক্রি করছিল ব্যবসায়ীরা। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে এলে ৬ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করে সংস্থাটি।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী এবিসি নিউজ২৪কে বলেন, কারসাজি করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় নাগেরপাড়া বাজারের ৬ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সকল ব্যবসায়ীকে যৌক্তিক মূল্য অনুসরণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।