শনিবার, অক্টোবর ১২, ২০২৪

তিতাসে ডিজিএম মুহাম্মদ হুমায়ুন ফাউন্ডেশন ও জমজম প্রবাসী জনকল্যাণ ট্রাষ্ট-এর যৌথ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাসে ডিজিএম মুহাম্মদ হুমায়ুন ফাউন্ডেশন ও জমজম প্রবাসী জনকল্যাণ ট্রাষ্ট-এর যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) উপজেলার মজিদপুর গ্রামের হাইস্কুলের পূর্ব পাড়া থেকে আড়ং বাজার পর্যন্ত ৫০টি অসহায়, প্রতিবন্ধী, কর্ম অক্ষম, বৃদ্ধ-বৃদ্ধা ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে চিনি, ছোলাবুট, ডাবলি বুট, মশুর ডাল, সেমাই ও সয়াবিন তেল বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সহযোগিতা করেন মজিদপুর গ্রামের রফিকুল ইসলাম, রমজান বিন শাহজাহান ও মোহাম্মদ ইয়াসিন।

জমজম প্রবাসী জনকল্যাণ ট্রাস্টের দেশপ্রেমিক রেমিট্যান্স যোদ্ধারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কাজ করে বেশ প্রশংসিত।

ডিজিএম মুহাম্মদ হুমায়ুন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মুহাম্মদ হুমায়ুন কবির সাহেব ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই এতিম, অসহায়, প্রতিবন্ধী, কর্ম অক্ষম, বৃদ্ধ-বৃদ্ধা ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রতিবছর রমজান মাসে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ, ঈদুল আজহার সময় যাদের কোরবানি দেয়ার সামর্থ্য নেই তাদের ঘরে গোশত পৌঁছে দেয়া এবং শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সময় মানবিক কাজের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এছাড়াও মজিদপুর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় কোরআনের পাখিদের জন্য নাজেরা ভবন নির্মাণ করেছে ডিজিএম মুহাম্মদ হুমায়ুন ফাউন্ডেশন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img