সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে হত্যা

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাটে মামুন হোসেন (৩০) নামে এক মাংস ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করেন আরেক মাংস ব্যবসায়ী খোকন হোসেন। সম্পর্কে মামুন ও খোকন মামাতো-ফুফাতো ভাই। তাদের বাড়ি আড়ানী পৌরসভায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়ানী হাটে শনিবার গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন মামুন। তার দোকানের পাশেই মাংস বিক্রি করছিলেন খোকন হোসেনও। মামুন বিক্রি করছিলেন ৬৫০ টাকা কেজি দরে আর খোকন বিক্রি করছিলেন ৭০০ টাকা কেজি দরে। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করেন খোকন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img