বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ভারতীয় ২৩ জেলেকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কা

রোববার এক বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, বিনা অনুমতিতে সমুদ্রসীমায় ঢুকে মৎস শিকারের অভিযোগে ২৩ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাদের দু’টি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে বিনা অনুমতিতে তার শ্রীলকঙ্কার জলসীমায় মাছ ধরতে এসেছিলেন।

প্রায় নিয়মিতই বিনা অনুমতিতে শ্রীলঙ্কার সমুদ্র সীমায় মৎস আহরণে প্রবেশ করেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর জেলেরা। ভারত মহাসাগরের পাল্ক এলাকা শ্রীলঙ্কাকে তামিলনাড়ু থেকে পৃথক করেছে। এই এলাকায় মাছের আধিক্য থাকায় ভারতীয় জেলেদের আনাগোনাও সেদিকে বেশি।

গত জানুয়ারি মাসে মোট ৩৪ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছিল নৌবাহিনী। তার আগে ২০২৩ সালের বছর জুড়ে মোট ২৪০ জন ভারতীয় সেনা এবং ৩৫টি ট্রলার জব্দ করেছে শ্রীলঙ্কা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img