এবারের এক অনুষ্ঠানের সঞ্চালনা করলেন সালমন খান। তাঁর সঙ্গে সহ সঞ্চালক হিসেবে ছিলেন আয়ুষ্মান খুরানা এবং মণীশ পাল।
এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য সব থেকে বেশি নমিনেশন পেয়েছিল সঞ্জয় লীলা বনসালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি, পুষ্কর গায়ত্রীর বিক্রম বেদা, এবং বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস। কিন্তু যে ছবি যতই নমিনেশন পাক অনুষ্ঠানের রাতে বাজিমাত করল কিন্তু গাঙ্গুবাই কাঠিয়াওয়াডিই!
২৭ ও ২৮ জানুয়ারি গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হচ্ছে ‘ফিল্মফেয়ার ২০২৪’। যেখানে টেকনিক্যাল বিভাগের সেরা সাউন্ড ডিজাইন, সেরা কস্টিউম ডিজাইন এবং সেরা প্রোডাকশন ডিজাইনসহ তিনটি প্রযুক্তিগত বিভাগে বিজয়ী হয়েছে ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর।’
২৭ জানুয়ারি প্রথম দিন সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য, পোশাক এবং এডিটিংসহ প্রযুক্তিগত বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে শিল্পী, টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ২৫টি ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করা হয়েছিল।
প্রধান ক্যাটাগরিগুলোতে, জনপ্রিয় এবং সমালোচক উভয় পুরস্কার ঘোষণা করা হবে ২৮ জানুয়ারি। কারা পাচ্ছেন এ বছরের মুল পুরস্কার, তা জানার অপেক্ষায় অনুরাগীরা।
সেরা ছবি,সেরা অভিনেতা, সম্পূর্ণ তালিকা
শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক): জোরাম
সেরা অভিনেতা (সমালোচক): বিক্রান্ত ম্যাসি (১২তম ফেল)
সেরা অভিনেত্রী (সমালোচক): রানী মুখার্জি (মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে) এবং শেফালি শাহ (আমাদের তিনজন)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: ভিকি কৌশল (ডানকি)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: শাবানা আজমি (রকি অর রানি কি প্রেম কাহানি)
সেরা গানের কথা: অমিতাভ ভট্টাচার্য (তেরে ভাস্তে- জারা হাতকে জারা বাঁচকে)
সেরা সংলাপ : ঈশিতা মৈত্র – রকি অর রানি কি প্রেম কাহানি
সেরা গল্প: অমিত রায় – ওএমজি 2
সেরা গল্প : দেবাশীষ মাখিজা – জোরাম
সেরা ভিএফএক্স: রেড চিলিস ভিএফএক্স – জওয়ান
সেরা সাউন্ড ডিজাইন: কুনাল শর্মা– সাম বাহাদুর
সেরা সাউন্ড ডিজাইন: সিঙ্ক সিনেমা – Animal
সেরা প্রডাক্সান নকশা: সুব্রত চক্রবর্তী এবং অমিত রায় – সাম বাহাদুর
সেরা প্রডাক্সান নকশা: সুব্রত চক্রবর্তী এবং অমিত রায় – সাম বাহাদুর
সেরা এডিটিং: জাসকুনওয়ার সিং কোহলি- বিধু বিনোদ চোপড়া (12 তম ফেল)
সেরা পোশাক: শচীন লাভলেকার, দিব্য গম্ভীর এবং নিধি গম্ভীর – সাম বাহাদুর
সেরা সিনেমাটোগ্রাফি: অবিনাশ অরুণ ধাওয়ারে আইএসসি – Three of us
সেরা কোরিওগ্রাফি: গণেশ আচার্য্য – What Jhumka? Rocky Aur Rani Kii Prem Kahaani
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: হর্ষবর্ধন রামেশ্বর – Animal
সেরা অ্যাক্সান: স্পিরো রেজাতোস, এএনএল আরাসু, ক্রেগ ম্যাক্রে, ইয়ানিক বেন, কেচা খামফাকদি এবং সুনীল রদ্রিগুস – জওয়ান
আজীবন সম্মাননা : ডেভিড ধাওয়ান