উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠিতে দুই উপজেলায় ২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আঃ সালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানাগেছে, ঝালকাঠি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, বর্তমান ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খান আরিফুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেন খান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ রাজ্জাক আলী সেলিম এবং সদর উপজেলার ৯ নং শেখের হাট ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সস্পাদক নুরুল আমিন খান (সুরুজ)।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ কৃষি বিষয়ক সম্পাদক, কেওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন তালুকদার, ঝালকাঠি সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য লস্কর আশিকুুর রহমান দিপু, জেলা পরিষদের সাবেক সদস্য ও নথুল্লাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম সেন্টু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝালকাঠি সদর উপজেলা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি- জেলা আওয়ামী লীগের সদস্য ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে সালমা, ঝালকাঠি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিনু আক্তার নদী মনোনয়নপত্র জমা দেন।
অপর দিকে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান সেলিম মনোনয়ন জমা দিয়েছেন।
এছারা ভাইস চেয়ারম্যান পদে মো. মফিজুর রহমান শাহিন, জেএম হাতেম, শরিফ মিজানুর রহমান লালন , মো. বদরুল আলম, মো. হানিফ হাওলাদার, মো. মনিরুজ্জামান মনির।
নারী ভাইস চেয়ারম্যান পদে মোর্শেদা লস্কর, আয়েশা আক্তার, দিলরুবা মাহমুদ জাকিয়া খাতুন সীমা, মোসাঃ নাসিমা আক্তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।