কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি:
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় জায়গা করে নিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষক ও একজন শিক্ষার্থী।
শনিবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথ জরিপে এই তালিকা প্রকাশিত হয়।
তালিকায় স্থান পাওয়া তিনজন হলেন—বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, একই বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম।
গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করছেন ড. ফেরদৌস রহমান। তিনি বলেন, “যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা দুইজন শিক্ষক ও একজন ছাত্র এ তালিকায় স্থান পেয়েছি। আশা করি ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে। গবেষণায় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। এ ধরনের অর্জন ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং বিশ্ববিদ্যালয়ের জন্যই গর্বের।”
এ অর্জনে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “বিশ্বের শীর্ষ গবেষকের তালিকায় স্থান পাওয়া সবার প্রতি অভিনন্দন। গবেষণার ক্ষেত্র আরও প্রসারিত করতে আমি তাঁদের উদ্বুদ্ধ করব, যাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গবেষণা সমৃদ্ধ হয়ে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান অর্জন করতে পারে।”
উল্লেখ্য, এলসেভিয়ার প্রতিবছর ২ হাজারের বেশি জার্নাল প্রকাশ করে। এসব জার্নালে প্রতিবছর প্রায় আড়াই লাখ নিবন্ধ প্রকাশিত হয় এবং তাদের আর্কাইভে ৭০ লাখের বেশি প্রকাশনা রয়েছে।





