তাসীন তিহামী :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-কে দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করাসহ বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বাউবি)-এর শিক্ষার্থীরা।
রবিবার (১৮ই আগস্ট) সকালে গাজীপুর বোর্ড বাজারস্থ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়কে দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করাসহ বিভিন্ন দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বাউবি)-এর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের হয়রানি ও ভোগান্তি দূর করা, সকল বিভাগের দূর্নীতি তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা, প্রশাসন বিভাগকে পক্ষপাত মুক্ত ও বৈষম্যহীনভাবে চলা, পরীক্ষা বিভাগ দুর্নীতিমুক্ত করা, প্রতি ব্যাচের পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা করা, পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া, সেশনজট মুক্ত করা, পাঠ্যবই নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া এবং অবাধ তথ্য ও সেবা প্রদান নিশ্চিত করার দাবি জানাই।
অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
পরে কর্মসূচির অংশ হিসেবে ৭দিনের আল্টিমেটাম দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুরের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার ও বিভিন্ন অনুষদের ডীন বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন মো. ইব্রাহীম, মো. ইউসুফ, ফুহাদ হাসান, কাউছার, মো. আকাশ, জুয়েল হোসেন সহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা।