মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বেরোবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ”করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা”  এই স্লোগানকে সামনে রেখে বছর ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃক্ষ রোপণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগ। 

আজ বুধবার (৫ জুন) বিকেল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুখতার ইলাহী হল ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির শতাধিক ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করে সংগঠনটি। 

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো: মাহফুজুুর রহমান শামীম বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে এর আগে আমরা ৫ শতাধিক বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ একমাত্র সমাধান। আজ পরিবেশ দিবস উপলক্ষ্যে আবারো বৃক্ষ রোপণ করছি। 

এ সময় বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, নেসার উদ্দীন, দপ্তর সম্পাদক বাবুল হোসেন ও অটিজম বিষয়ক উপসম্পাদক হৃদয় সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img