কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গ্রীষ্মকাল অবকাশ ও ঈদুল উল আযাহ উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী।
তিনি জানান, আগামী ৫ জন বুধবার থেকে ২৩ জুন রবিবার পর্যন্ত ক্লাস এবং ৫ জুন বুধবার থেকে ২০ জুন বৃহস্পতিবার পর্যন্ত অফিস বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ২৩ জুন অফিস ও ২৪ জুন ক্লাস পরীক্ষা যথারীতি চলবে জানান মোহাম্মদ আলী।
এরই মধ্যে শিক্ষার্থীরা বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেছে।
আবাসিক হলের ব্যাপারে জানতে চাইলে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান বলেন, আবাসিক হল খোলা থাকবে।