রবিবার, অক্টোবর ৬, ২০২৪

চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক সাক্ষর

মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর সাথে সিগনাল স্ট্রিম ইনক. কানাডা,ব্রাক নেট লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড এর সাথে সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আজ ১৯শে মে (রবিবার) ২০২৪ খ্রি. বেলা ১২.০০ ঘটিকায় একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহামদ মহোদয়।

এতে বিশেষ অতিথি ছিলেন সিগনাল স্ট্রিম ইনক. কানাডা এর চেয়ারম্যান জনাব সৈয়দ ইমতিয়াজ আহমেদ, ব্রাকনেট লিমিটেড এর ডিজিএম (একাউন্টস) জনাব মোঃ সাইফুদ্দিন খালেদ, রবি আজিয়াটা লিমিটেড এর জেনারাল ম্যানেজার জনাব শফিক শামসুর রাজ্জাক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ ফজলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জামাল উদ্দীন আহামদ বলেন, বাংলাদেশ এখন স্মার্ট ও উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের মিশনে। আমাদের সবদিক দিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষা ও গবেষণার মানকে বাড়াতে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে। চুয়েট-এর সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img