রবিবার, অক্টোবর ৬, ২০২৪

মৌসুমে ৭০ ম্যাচ খেলতে সমস্যা নেই এমবাপ্পের, তবে…

২৫ বছর বয়সে ক্যারিয়ারে এক বাঁকের সামনে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে ফ্রান্স দলের অধিনায়ক, জুনে শুরু হতে যাওয়া ইউরোতেও সম্ভবত সেই দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। তাঁকে ঘিরে আবর্তিত হয় পিএসজির মতো ক্লাবের পরিকল্পনা। কারণটা অবশ্যই প্রতিভা, এতটা উঠে আসার পথে তুলে নেওয়া অসংখ্য রেকর্ড এবং কোথায় গিয়ে থামবেন সেটাও অজানা। তাহলে এমবাপ্পের পরের ধাপ কী?

যুক্তরাষ্ট্রে ছেলেদের মাসিক সাময়িকী ‘জিকিউ’ এ প্রশ্নের উত্তর খুঁজেছে এমবাপ্পের কাছে। সেটি গত ২৮ নভেম্বর চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে পার্ক দে প্রিন্সেসে নিউক্যাসলের কাছে ১-১ গোলে পিএসজির ড্রয়ের পরদিন। সেদিন সাময়িকীটিকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবলের অনেক ব্যাপার নিয়েই কথা বলেছেন এমবাপ্পে। পিএসজিতে নিজের ভবিষ্যৎ, ফুটবলের সঙ্গে এনবিএর তুলনা, ঠাসা সূচি এবং ফ্রান্স জাতীয় দল নিয়েও কথা বলেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img