বেতন-ভাতা নিয়ে বিদেশি খেলোয়াড়ের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের ক্লাবগুলো অনেকবারই শাস্তি পেয়েছে। এবার শাস্তি পেল প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
উজবেকিস্তানের ফুটবলার ওতাবেক ভালিজোনভের অভিযোগের ভিত্তিতে আপাতত তারা বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না। গত ১১ ডিসেম্বর শেখ জামাল ক্লাবকে চিঠি পাঠিয়ে নিষেধাজ্ঞার কথা জানায় ফিফা।
ফিফা চিঠিতে বলেছে, বিষয়টা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশীয় ফুটবলে কোনো বিদেশি নিবন্ধন করাতে পারবে না শেখ জামাল। ফিফা ক্লাবটিকে ৪৫ দিন সময় দিয়েছে নিষ্পত্তির জন্য। এর মধ্যে নিষ্পত্তি না হলে দেশি ও বিদেশি দুই ধরনের খেলোয়াড় নিবন্ধনের ওপরই নিষেধাজ্ঞা আসতে পারে। তবে সেটা কার্যকর হবে অভিযোগকারী যদি আবার আবেদন করেন। আবেদন না করলে আগের শাস্তিই সাধারণত বহাল থাকে। নিষেধাজ্ঞা তুলে নিতে অবশ্য এরই মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ফিফার কাছে পাঠিয়েছে শেখ জামাল।