মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

কেওক্রাডং থেকে ফেরার পথে ইউপি চেয়ারম্যানকে অপহরণ

বান্দরবনের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড় থেকে ফেরার পথে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহলমং মারমাকে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সদস্যরা তাকে অপহরণ করেছে বলে পাইন্দু ইউপির এক সদস্য নিশ্চিত করেছেন। অপহৃত পরিবারের কাছ থেকে মুক্তিপণও দাবি করা হয়েছে। 

নাম না প্রকাশের শর্তে পাইন্দু ইউপির এক সদস্য জানান, রোববার সকালে কেওক্রাডং এলাকায় একটি অনুষ্ঠানে যান ইউপি চেয়ারম্যান উহলমং মারমা। বিকেল সাড়ে তিনটার দিকে কেওক্রাডং পাহাড় থেকে দুটি চাঁদের গাড়ি নিয়ে রুমা উপজেলা সদরে ফিরছিলেন তিনি। ফেরার পথে হারমুন পাড়া পৌঁছানোর আগে কেএনএফ সদস্যরা গাড়ির গতিরোধ করে। এ সময় পাইন্দু ইউপি চেয়ারম্যানকে অপহরণ করে অস্ত্রধারীরা। 

চেয়ারম্যানের একাধিক সফরসঙ্গীকে ফোন করা হলে অপহরণের সত্যতা স্বীকার করেন। কিন্তু এ বিষয়ে কেউ বিস্তারিত বলতে রাজি হননি।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, ইউপি চেয়ারম্যানকে অপহরণের বিষয়টি শুনেছি। এটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন। তারা মুক্তিপণ চেয়েছে। মুক্তিপণ দিলে ছেড়ে দেওয়া হবে বলেও শুনেছি।’

রুমা ওসি মো. শাহজাহান বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসীরা ইউপি চেয়ারম্যান উহলমং মারমাকে অপহরণ করেছে বলে শুনেছি। তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img