বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আমার ছেলেকে দেখে রেখো বলেই স্বর্ণ ব্যবসায়ীর বিষপানে আত্মহত্যা

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের জাজিরায় সঞ্জীব দেবনাথ (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সঞ্জীব দেবনাথ উপজেলার মূলনা ইউনিয়নের কাউয়াদি গ্রামের বাসিন্দা। তিনি ঐ এলাকার লাউখোলা বাজারে স্বর্ণের ব্যবসা করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সঞ্জীব দেবনাথ বেশ কয়েকদিন যাবৎ হতাশায় ভুগছিলেন। তিনি দুদিন আগেও তার স্ত্রী ও ছেলের কাছে বলেছেন, দীর্ঘ ২৫ বছর যাবৎ স্বর্ণ ব্যবসা করার আদলে অনেকের কাছে টাকা পাওয়ানা ছিলেন এবং নিজেও কিছু লোকের কাছে ঋণী ছিলেন। যাদের কাছে পাওয়ানা ছিলেন তারা পাওয়ানা পরিশোধ না করে উল্টো হুমকি ধামকি দিচ্ছিলেন। তবে কারা হুমকি দিয়েছেন এমন কারো নাম বলেননি।

নিহত সঞ্জীব দেবনাথের স্ত্রী মুক্তা দেবনাথ বলেন, আমার স্বামী দুপুরে দোকানে থাকা অবস্থায় আমাকে ফোন করে বলেন, আমার ছেলেকে দেখে রেখো। এর বেশ কিছুক্ষণ পরে তিনি বাড়ীতে আসেন এবং বিছানায় পড়ে যান।  তারপর তার সাথে কথা বলে বুঝতে পারি তিনি বিষ জাতীয় কিছু খেয়েছেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। জানিনা কেন তিনি এমনটি করলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহত সঞ্জীব দেবনাথের এক নিকটাত্মীয়  বলেন, তিনি আসলে কেন নিজেকে এভাবে শেষ করে দিলো তা আমরা কেউ বুঝতে পারছিনা। কোন সমস্যা থাকলে তা আমাদের জানালে তার সমাধান করতে পারতাম। তাহলে হয়তো তাকে এভাবে চলে যেতে হতো না।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান  বলেন, বিষপানে এক ব্যক্তি মারা গিয়েছেন শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img