![](https://abcnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বান্দরবানের বগালেক ও কেউকেরাডংয়ে মোটরসাইকেল নিয়ে পর্যটকদের যেতে নিরুৎসাহিত করেছে রুমা উপজেলা প্রশাসন। তবে কোনো পর্যটক মোটারসাইকেল নিয়ে গেলে সেটি প্রশাসনের জিম্মায় রেখে দেওয়া হচ্ছে।
বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রুমা-কেউকেরাডং সড়কে উন্নয়ন ও সম্প্রতি পাইন্দু ইউপি চেয়ারম্যানকে অপহরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। তাই পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শুধুমাত্র মোটরসাইকেল যোগে যাতায়াতে পর্যটকদের সাময়িকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যেতে দেওয়া হবে।
এছাড়া রুমা-কেউকেরাডং সড়কের বাসলং পাড়া, হারমুন পাড়া, দার্জিলিং পাড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের অবস্থান দেখা যাওয়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কষ্টসাধ্য। তাই পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল যোগে ওই স্পটগুলোতে যাতায়াতে নিরুৎসাহিত করা হয়েছে।