মোঃ আতিকুজ্জামান, শার্শা (যশোর) : যশোরের বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায় বেনাপোল বাজারে অবস্থিত রহমান চেম্বারে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সময় টিভির বেনাপোল স্টাফ রিপোর্টার আজিজুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ কাজিমের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব মোঃ নাসীর উদ্দীন, বিশেষ অতিথী স্থলবন্দর সহকারি পরিচালক কামরুল হাসান পলাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম হাওলাদার,বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক,পোর্টথানা পুলিশ পরিদর্শক সুজন আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদ, ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব আলি কদর সাগর,সাংবাদিক আনিসুর রহমান,শাহিদুল ইসলাম শাহিন, আইয়ুব হোসেন, সুমন হোসেন,রাসেল ইসলাম,মাসুদ ইসলাম,ইকরামুল কবীর,জাকির হোসেন,শাহানেওয়াজ স্বপন,শাহাবুদ্দীন আহম্মেদ,মনির হোসেন,মারুফ ইসলাম, শাওন হোসেন, আতিকুজ্জামান, সবুজ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা,কর্মীরা।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে বন্দর সড়কে র্যালিতে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। বর্তমান ধারা অব্যাহত রেখে সময় টিভি আগামীতে সংবাদ পরিবেশনের পাশাপাশি সংবাদ মাধ্যমটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।