মিয়ানমার থেকে দেশে ঢোকার সময় দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৫৮ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আবু সালাম চৌধুরী বলেন, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ পাচার হয়ে আসার খবর পেয়ে র্যাব বুধবার বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে খাইরুল বশর (৩২) নামের এক মাদক কারবারি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি আইস উদ্ধার করা হয়। আটক খাইরুল বশর জাদিমুরা এলাকার নজির আহম্মদের ছেলে।অপরদিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ক্যাম্প-৮/ই-এ তে অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবাসহ আবদুল আমিন (৩০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাকে ইয়াবা বেচাকেনার সময় আটক করা হয় বলে জানান আবু সালাম চৌধুরী। এ ঘটনায় টেকনাফ ও উখিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে।