মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

ঝালকাঠির সাংবাদিক বজলুল করিম সাব্বিরের ইন্তেকাল

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাংবাদিক বজলুল করিম সাব্বির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৯ মে) রাতে মারা যান।তিনি ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকা‌রি শিক্ষক মো. এনায়েত করিম ও এনটিভির সিনিয়র নিউজরুম এডিটর শওকত করিমের ভাই বজলুল করিম সাব্বির।
সাব্বির  তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে রাত ৯টায় তিনি মারা যান।

জুমার নামাজের পর আজ শুক্রবার (১০মে) নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাদ জুম’আ তার নামাজের জানাজা শেষে পৌরসভার না‌ন্দিকা‌ঠি নিজ পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হয়। মৃতকালে তিনি এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।

বজলুল করিম সাব্বির নলছিটিতে সাংবাদিকতা শুরু করেন। তিনি নলছিটি প্রেসক্লাবের সভাপতিও ছিলেন। পরে তিনি ঢাকায় সাংবাদিকতা শুরু করেন।তিনি শীর্ষ খবরের সম্পাদক ও দৈ‌নিক জাতীয় মানব কন্ঠ প‌ত্রিকার স্টাফ রি‌পোর্টার ছিলেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img