আতিকুজ্জামান, শার্শা (যশোর): আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাকর্মীদের সাথে শার্শ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় উপজেলার নাভারণ হক কমিউনিটি সেন্টার স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সমাজ ও জাতির বিবেক আপনাদের লেখনি দ্বারা সমাজের ক্রটি বিচ্যুত ভাল-মন্দ তুলে ধরার আহবান জানান। পাশাপাশি সংবাদ কর্মীদের মূল্যবান মতামত ও পরামর্শ আন্তরিকতার সাথে গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাজেদ রহমান বকুল, সাংবাদিক আব্দুল কাদের, শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা, নাভারন প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, সাংবাদিক সাজেদুর রহমান, শেখ কাজিম উদ্দিন, জিএম আশরাফ, ওসমান গনি, অহিদুল ইসলাম, আসাদুর রহমান ও ইসমাইল হোসেনসহ শার্শা উপজেলায় বিভিন্ন ইলেকট্রিক, অনলাইন ও প্রিন্ট পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় ও আলোচনাসভা শেষে দুপুরে সাংবাদিকদের সন্মানে উপজেলা প্রার্থী সোহারাব হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এক প্রীতি ভোজের আয়োজন করেন এসময় সংবাদকর্মিদের এক মিলন মেলায় পরিনত হয়।
উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহারাব হোসেন হলেন শার্শা সদর ইউনিয়নের ২ বারে নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও বর্তমানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্বে আছেন।