ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ঝালকাঠি -১ আসনের এম পি ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম মহোদয় এর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) আসর নামাজ শেষে রাজাপুর মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শাহ আলম নান্নু, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্দুস সাত্তার প্রমুখ।
এছাড়া রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ সুমন, মইনুল হক লিপু, জামাল হোসেন আব্দুল্লাহ আল মাহমুদ সজল, দিদার খান , ফারুক হোসেন, কিসমত ফরাজী,কঞ্জন কান্তি চক্রবর্তী (ভোলা),
জাহিদ হোসেন সহ সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের সদস্য সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ তিন শতাধিক লোক অংশগ্রহণ করে।
দোয়া মাহফিলে লন্ডনে চিকিৎসারত সংসদ শাহজাহান ওমর বীর উত্তম ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাজাপুর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আল আমিন। মোনাজাতে এমপি মহোদয়ের আশু রোগমুক্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়।