সামীর আল মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে গাবখানে ৫ম চীন মৈত্রী সেতুতে সড়ক দুর্ঘটনায় ২ জনকে আসামি করে মামলা হয়েছে। ঝালকাঠির দুর্ঘটনায় ট্রাকচালক ঝালকাঠি সদর উপজেলার বারইগাতি এলাকার আনসার উদ্দিনের সন্তান আল আমিন হাওলাদার( ২৯) ও তার সহকারী খুলনার বাসিন্দা খালিশপুর থানার জোড়াগেট এলাকার মো. কালু শেখের ছেলে হেলপার নাজমুল শেখকে (২২)আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠি সদর থানায় বাদী হয়ে সড়ক ও পরিবহন আইনের ১০৫ ধারায় মামলা দায়ের করেন হাদিউর রহমান। তিনি রাজাপুর উপজেলার সাউথপুর এলাকার রাজাপুরে নিহত হাসিবুর রহমানের ছোট ভাই। এই মামলায় চালক ও হেলপারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আদালত পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান চালক আল-আমিন ও হেলপার নাজমুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহত একটি পরিবারের পক্ষ থেকে দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।তিনি আরো বলেন,মামলায় গ্রেপ্তার দেখিয়ে ট্রাকের চালক ও হেলপারকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। গ্রেপ্তার চালক আল-আমিনের ট্রাক চালানোর জন্য লাইসেন্স ছিলো না। তিনি হালকা যানের লাইসেন্স দিয়ে ভারি যানবাহন চালাচ্ছিলেন।
মামলার সূত্রে জানান গেছে, রাজাপুর থেকে দুপুরের দিকে মো. ইব্রাহিম ফকির প্রাইভেটকারে মো. হাসিবুর রহমান, তার স্ত্রী নাদিয়া আক্তার সোনিয়া, তার ছেলে তাহমিদ রহমান, মেয়ে তাকিয়া আক্তার ও খালোত বোন নিপা আক্তার এবং তার স্বামী মো. আল ইমরানসহ বরিশালের উদ্দেশ্যে রওনা করে। ঝালকাঠি গাবখান টোল প্লাজায় টোল দেয়ার সময় পিছনে দুইটি ইজিবাইক গাবখান ব্রিজের টোল দেয়ার জন্য অপেক্ষায় ছিলো।
এ সময় খুলনা থেকে সিমেন্ট বোঝাই টাটা কোম্পানির মালবাহী ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে প্রাইভেট কারের পিছনে থাকা দুটি ইজিবাইক, প্রাইভেট কারকে চাপা দেয়। এতে প্রাইভেট কার দুমড়ে মুচড়ে রাস্তার বাম পাশে পরে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এসে গাড়ীর মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার করেন। ঘটনাস্থলে ৮ জন, ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনসহ মোট ১৪ জন ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও জখম যাত্রীদের মধ্যে ২ জন ঝালকাঠি সদর হাসপাতালে এবং ৯ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকচালক ও তার সহকারীকে বুধবার বিকেলেই ঝালকাঠির বাসন্ডা থেকে আটক করেছে ডিবি পুলিশ এবং জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি।
ঝালকাঠি ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের গ্রাম বাসন্ডা থেকে চালক এবং হেলপারকে আটক করা হয়।
এর আগে বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে গাবখান সেতুর টোল প্লাজায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়লে ১৪ জন নিহত ও ২০ জনের অধিক আহত হন।