শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

কুড়িগ্রামের জামায়াতের নতুন আমির নির্বাচন

রাজু আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা জামায়াতের নতুন আমির নিবার্চন করা হয়েছে। নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ফ্যাকাল্টি সভাপতি ও সাবেক জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে তাকে শপথ পাঠ করানো হয়। একই দিন সন্ধ্যায় নবনির্বাচিত আমির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কেন্দ্রীয় সিদ্ধান্তে হওয়া উপনির্বাচনে রোকনদের প্রত্যক্ষ ভোটে নতুন আমির হিসেবে নির্বাচিত হন আজিজুর রহমান সরকার স্বপন। তাকে শপথ পাঠ করান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দীন। এ সময় নব নির্বাচিত আমির কান্নায় ভেঙে পড়েন।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাওলানা আব্দুল মতিন ফারকী। তিনি ২০১৯ সাল থেকে জেলা আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ তিনি ২০২৫-২০২৬ সেশনের জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছিলেন।

আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতির বিষয়ে নব নির্বাচিত আমির বলেন, ‘ ইসলামী দলগুলোর প্রতি সাধারণ মানুষের সেন্টিমেন্ট কাজ করছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতো জাতীয় নির্বাচনেও মানুষ ইসলামমনাদের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। আমরা জেলার চারটি আসনেই বিজয়ের জন্য আশাবাদী। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

আজিজুর রহমান স্বপন এর আগে ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১৯ বছর জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে ১৯৯২-১৯৯৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী থাকাকালে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার ফ্যাকাল্টি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জেলা জামায়াতের নেতাকর্মীদের কাছে তিনি দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। ডাকসুর পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ এই জামায়াত নেতার ছেলে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img