রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম সদর কর্তৃক আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা ২০২৪ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪জুন) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত ও রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত হয় এই কৃষি মেলা ২০২৪।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ও জেলা প্রশিক্ষণ অফিসার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির কৃষিবিদ ড. মো. মামুনুর রশিদ, উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোছা. নাহিদা আফরীন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদর, মো. মুসফিকুল আলম হালিম।
মেলায় ১৮ টি স্টলের মধ্যে ছিল নার্সারী মালিক, উদ্যোক্তা, এনজিও ও সাধারণ কৃষক। মেলায় পণ্য সরবরাহকারী ও স্টলকারীদেরকে দুটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া উপস্থিত চারটি স্কুলের প্রায় ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে আম ও মাল্টা ফলের চারা বিতরণ করা হয়। এতে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা প্রদর্শনী করে প্রথম পুরস্কার লাভ করেন কৃষক আব্দুল কাদের জিলানী।