শনিবার, অক্টোবর ১২, ২০২৪

হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে রেহানা বেগমের পথসভা অনুষ্ঠিত

তাসীন তিহামী :
কুমিল্লার হোমনায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেহানা বেগমের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হোমনা পৌরসভা সদরে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রেহানা বেগমের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্বাচনী কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রেহানা বেগম।

পথসভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনার পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, মো. কামরুল ইসলাম, মো. হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া, রেহেনা বেগমের মেয়ে নাহরিন ফারহানা পপি ও মেয়ের জামাতা ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img