মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুর প্রতিনিধি :

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর কানাইপুরের দিগনগর এলাকায় বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আশঙ্কা জনক অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের মধ্যে ১ শিশু সহ ১ নারীর মৃত্যু হয়।

মঙ্গলবার(১৬ এপ্রিল) সকাল পোনে আটটার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের তেতুলতলা দিকনগর এলাকায়  এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী উত্তরা ইউনিক পরিবহনের সাথে ঢাকা গামী একটি আলফাডাঙ্গা থেকে ফরিদপুর গামী যাত্রীবাহী পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬জন নারী, ৩ জন নারী, ২ শিশু সহ ১১ জন নিহত হয়েছেন। 

পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতরা জেলা আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে, পরিচয়  জানা সম্ভব চেষ্টা করা হচ্ছে। 

জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে। হতদের সরকারি সকল ধরনের সহযোগীতার অশ্বাস দেন।  

ঘটনার পর থেকে সড়কটিতে যানজটের  সৃষ্টি হয়। এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। হতাহতদের উদ্ধার শেষে যান চলাচল স্বাভাবিক করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img