কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে গোসলে নেমে সোহাগ ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ৩ টার দিকে সোহাগের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সোহাগ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ মৌজার বিজলীর বাজার খামার গ্রামের জাহাঙ্গীর আলম ও শাহনাজ বেগম দম্পতির ছেলে। সোহাগ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত সোহাগের ফুফা ইব্রাহিম আলম সবুজ জানান, ঈদের ছুটিতে বেড়াতে আসা মামাতো-ফুফাতো ভাইবোন ও পরিবারের সদস্যরা সহ শনিবার সকালে তিস্তা নদীতে গোসলে যায় সোহাগ। যে অংশে গোসল করছিল সেখানে কোমর সমান উচ্চতায় পানি প্রবাহিত। কিন্তু সেখানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গভীর গর্ত ছিল তা তারা বুঝতে পারেনি। ওই গর্তে সোহাগ সহ দুই শিশু পড়ে যায়। সাথে থাকা সঙ্গীরা এক শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও সোহাগ নদীর পানিতে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করে ব্যর্থ হয়। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দুপুর তিনটার দিকে নদীর ওই গর্ত থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরিবারের লোকজন সহ নদীতে গোসলে নেমেছিল সোহাগ। সম্ভবত সাথের লোকজন মোবাইলে ভিডিও ও ছবি ধারণে ব্যস্ত থাকার ফাঁকে শিশুটি নদীর পানিতে ডুবে যায়। পরে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’ তবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তের প্রশ্নে ‘বিষয়টি জানা নাই’ বলে জবাব দেন ওসি।