এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম সদর প্রতিনিধি :
মোছা: রাহেনা বেগম, স্বামী অনেক আগেই মারা গেছেন, কুড়িগ্রাম জেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝার গ্রামে খুবই মানবেতর জীবন যাপন করেন। নিজের কোন জায়গা জমি না থাকায় বাঁধের রাস্তার পা্শে সরকারি খাস জায়গায় কোনরকম ৬/৭ টিনের একটি ঘর তুলেছেন। সেই ঘরের অর্ধেক চাল থাকলেও বাকি অর্ধেক চাল দেয়ার ক্ষমতা টুকুও তার নেই। রোদ ঝর বৃষ্টিতে ভিজে খুবই কষ্টে দিনাতিপাত করলেও বাধা হয়ে দাঁড়ায় একই এলাকার সাজু মিয়া। সামান্য সেই ঘরের জায়গাটি সরকারি খাস হলেও জনৈক সাজু নিজের জায়গা দাবী করে কয়েকবার ভেঙ্গে দেয় সেটিও।
খবর পেয়ে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক এম জি রাব্বুল ইসলাম পাপ্পু ঘটনাস্থল দেখে ফেসবুকে একটি পোষ্ট দিলে সেটি দেখে কুড়িগ্রাম জেলার মানবিক পুলিশ সুপার, যিনি বিগত দিনে কুড়িগ্রামের অসহায় এবং দুস্থ মানুষের জন্য সবসময় কিছু না কিছু উপকার করে কুড়িগ্রামবাসীর মন জয় করেছেন, সেই স্মার্ট পুলিশ অফিসার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম অসহায় মহিলার জন্য একমাসের বাজারের ব্যবস্থা করে দিয়েছেন।
আল আসাদ মো: মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের দায়িত্ব গ্রহনের পর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক নিয়ন্ত্রনে রয়েছে। একজন সৎ এবং নিষ্ঠাবান পুলিশ সুপার হিসেবে তিনি বেশ কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহন করে আলোচনায় এসেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন হাট বাজার এবং নদীর ঘাটে লিটল ফ্রি লাইব্রেরি স্থাপন করে স্থানীয় জনসাধারণ এবং যুবকদের বই পড়ার প্রতি আকৃষ্ট করেছেন। এর পাশাপাশি জেলার মাদক, জুয়া এবং ছাত্রছাত্রীদের সান্ধ্যকালীন আড্ডা প্রতিরোধে পুলিশি ততপরতা বৃদ্ধি করে সুনাম অর্জন করেছেন। বিগত দিনে তিনি সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক লক্ষ গাছের চারা রোপন করেও সাধারন মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাধারন মানুষের প্রবেশাধিকারে যথেষ্ট সুযোগ করে দিয়েছেন এবং শিশুদের চকলেট দিয়ে বরন করে নেয়ার মত ইতিবাচক কাজ তিনি করে যাচ্ছেন।
ঈদের আগে এক মাসের বাজার খরচ পেয়ে রাহেনা বেগম খুশিতে আপ্লুত হয়েছেন। তিনি কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলামের জন্য প্রান ভরে দোয়া করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো: মাসুদুর রহমান।
এসময় ওসি মহিলার ঘর ভেঙ্গে দেয়ার বিস্তারিত বর্ননা শুনে জনৈক সাজু মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এদিকে কুড়িগ্রাম জেলার মানবিক এবং দক্ষ পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান কুড়িগ্রাম জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে সবসময় অসহায় এবং দুস্থ মানুষের কল্যানে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি, ভবিষ্যতেও তাদের জন্য কিছু করার প্রয়াস অব্যাহত থাকবে।