শনিবার, অক্টোবর ১২, ২০২৪

এতিমদের নিয়ে “রেখা ফাউন্ডেশন” এর ইফতার আয়োজন

মোঃ আতিকুজ্জামান, শার্শা উপজেলা প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের ১৮তম রোজায় প্রায় ৫০০ রোজাদারদের নিয়ে ইফতারের আয়োজন করে সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান “রেখা ফাউন্ডেশন”। বেনাপোল শহর সংলগ্নে অবস্থিত দারুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানায় এ ইফতারের আয়োজন করা হয়। এতিম ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এ ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতার অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আরটিভি’র নিয়মিত ইসলামিক বক্তা এনামুল হাসান বিন-নুর।

মায়ের মৃত্যুর পর ২০১৬ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোঃ আশরাফুল আলম উজ্জল, ভাই মোঃ শরিফুল আলম নয়ন ও তাদের পিতা হাজী রবিউল ইসলাম রবি এ সময় উপস্থিত থেকে রোজাদারদের ইফতারি পরিবেশন করেন।

“রেখা ফাউন্ডেশন”এর পরিচালক আশরাফুল আলম উজ্জল বলেন, “দেশের বিভিন্ন ক্রান্তি সময় সহ আমার এই প্রতিষ্ঠান শুরু থেকেই গরীব ও অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছে। বিশ্বব্যাপী করোনাকালীন সময় আমাদের প্রতিষ্ঠানটি’র মাধ্যমে এলাকার গরীব মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম, আশা রাখি ভবিষ্যতেও “ইনশাআল্লাহ” আমি এবং আমার প্রতিষ্ঠান দেশের যে কোন ক্রান্তি সময়ে অসহায় মানুষের পাশে থাকবে। রমজান মাসে ইফতারের পাশাপাশি আসছে “পবিত্র ঈদূল ফিতর” উপলক্ষে প্রত্যেক অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহ ঈদের খাদ্য সামগ্রী যেমন- সেমাই, চিনি, সুজি, লাচ্ছা সেমাই, গুড়া দুধ, নুডলস্, বাদাম, কিসমিস, ডালডা এবং সাবান বিতরণ করা হয়”।

ইফতারের আগমুহূর্তে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মহান রাব্বুল আল-আমিন এর দরবারে বিশেষ দোয়া করা হয়। ঐ এতিমখানার অধ্যক্ষ মুফতি আবু হানিফের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন বক্তা এনামুল হাসান বিন-নুর।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img