এস এ ডিউক ভূইয়া :
কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনায় ৮০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে হোমনা-গৌরীপুর সড়কের বন্দরামপুর নয়াপাড়া রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বেগম (৮০) নামের ওই বৃদ্ধা নিহত হয়।
নিহত বেগম হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি গ্রামে গ্রামে ঘুরে ফিতরার টাকা তুলতেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বৃদ্ধা গুরুতর আহত হয়। তার একটি হাত ভেংগে যায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্ত ও জখমের চিহ্ন রয়েছে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস জানান, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।