আহনাফ তিহামী :
কুমিল্লার তিতাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার উপজেলার বাতাকান্দি বাজারে দরিদ্র, অসহায়, চালক, পথচারী ও রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রমজানের প্রথম দিন থেকে শুরু করে শেষ রোজা পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলোর আয়োজনে এবং তিতাস আলোকিত মানবকল্যাণ সংগঠন, নিরাপদ চিকিৎসা চাই ও নবজাগরণ সহ ৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করবে স্বেচ্ছাসেবীরা।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহাম্মেদ, সদস্য রাহিম, মো. সায়েম, মো. রমজান, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. সাকিব, মো. আশিক, তিতাস আলোকিত মানবকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সদস্য মামুন, বাতাকান্দি বাজারের ব্যবসায়ী মো. কবির হোসেন প্রমুখ।