সোমবার, এপ্রিল ২১, ২০২৫

তিতাসে স্বেচ্ছাসেবীদের মাসব্যাপী বিনামূল্যে ইফতার বিতরণ

তাসীন তিহামী:

কুমিল্লার তিতাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র, অসহায়, চালক, পথচারী ও রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলোর উদ্যোগে এবং তিতাস আলোকিত মানবকল্যাণ সংগঠন, নিরাপদ চিকিৎসা চাই ও নবজাগরণ সহ ৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে শেষ রোজা পর্যন্ত এই ইফতার সামগ্রী বিতরণ করবে স্বেচ্ছাসেবীরা।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বাতাকান্দি বাজারে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হক সরকার, তারুণ্যের আলোর প্রতিষ্ঠাতা বশির আহমেদ, সহ-সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ আর হৃদয়, সদস্য রাহিম, মোহাম্মদ রিফাত, মোঃ হাসান, সুমন আহমেদ, মোঃ সিয়াম, নিরাপদ চিকিৎসা চাই-এর সভাপতি মাহাবুবুর রহমান, তিতাস আলোকিত মানবকল্যাণ সংগঠনের সভাপতি রাসেল সরকার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সদস্য রিফাত সরকার, সাব্বির সরকার, ইমরান আহমেদ, শাহাদাত সরকার, নবজাগরণ এর প্রতিষ্ঠাতা রিয়াজুল ইসলাম প্রমুখ।

তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহমেদ বলেন, মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র, অসহায়, চালক, পথচারী ও রোজাদার মানুষের মাঝে আমরা প্রতিদিন ইফতার বিতরণ অব্যাহত রাখবো। শ্রমজীবী, সুবিধাবঞ্চিত ও রোজাদারদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img