রবিবার, অক্টোবর ৬, ২০২৪

বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ৪টি স্বর্ণ জিতেছেন

বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ৪৭তম জাতীয় অ্যাথলেটিক্সে ৪টি স্বর্ণ জিতেছেন। দু’টি ব্যক্তিগত আর দু’টি দলীয় স্বর্ণ।

আজ (শনিবার) দিনের তিন অংশে তিনটি স্বর্ণ জিতেছেন। সকালে জিতেছেন ৪*১০০ মিটার রিলে। দুপুরে ২০০ মিটার ইভেন্টে নিজের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতেছেন।

চারটি স্বর্ণ জয়ের অনুভূতি ব্যক্ত করলেন, ‘অনুভূতি কখনোই বোঝানোর মতো নয়। সব মানুষেরই নিজস্ব যে অনুভূতি থাকে, অনেক অসাধারণ কিছু থাকে, অনেক গল্প থাকে পেছনে, কষ্ট থাকে, অনেক বাঁধা থাকে। আমার পেছনে যত বাঁধাই থাকুক, আমার কোচ আব্দুল্লাহ হেল কাফি, বিকেএসপি, বাংলাদেশ নৌবাহিনী, আমার যা এবং যখন কিছু প্রয়োজন হয়েছে, সবসময় চেষ্টা করেছে আমাকে সেটা দেওয়ার।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img