গায়ানার গ্রাম বারাকারা থেকে সবচেয়ে কাছের শহরে যেতেও নৌকায় লাগে ছয় ঘণ্টা। ২০১৮ সালের অক্টোবরের আগে সে গ্রামে ইন্টারনেট ছিল না, যে সময়ের মধ্যে স্টিভেন স্মিথের টেস্ট সেঞ্চুরি হয়ে গিয়েছিল ২২টি। সেই স্মিথের বিপক্ষে অ্যাডিলেডে যখন ক্যারিয়ারের প্রথম বলটি করতে গেলেন বারাকারার ছেলে শামার জোসেফ, দৌড়ে গিয়েও বলটা ছুড়তে পারলেন না। নিজের প্রিয় ব্যাটসম্যান স্মিথ, তাঁর বিপক্ষে ওই বলটি করতে গিয়ে এতটাই স্নায়ুচাপ পেয়ে বসেছিল বছরখানেক আগেও নিরাপত্তাকর্মীর কাজ করা ২৪ বছর বয়সীকে।
স্মিথের উইকেট যে জোসেফের স্বপ্নের সীমাকেও ছাড়িয়ে গেছে, ‘ড্রেসিংরুমে কয়েক দফা আলোচনা হয়েছে। তাদেরকে বলেছি, আমি প্রথম বলেই উইকেট পাব। তবে জানতাম না এটি স্টিভ স্মিথ হবে। যখন থেকে ডাক পেয়েছি, অনেকেই আমাকে বলেছে, “আমি চাই স্টিভ স্মিথের উইকেট নাও, আমি চাই স্টিভ স্মিথের উইকেট নাও”। সবাই স্টিভ স্মিথকে নিয়েই বলেছে।’