দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর আসনে রাঙ্গামাটি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাঙ্গামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দীপংকর তালুকদার বলেন, পাঁচ বছরে যেসব ওয়াদা করেছিলাম তা অনেকাংশে পূরণ করা হয়েছে। অন্যান্য সরকারের তুলনায় আওয়ামী লীগের আমলে এখানকার সাধারণ মানুষ ভালো আছেন। যার কারণে সাধারণ মানুষ আবারও নৌকায় ভোট দিবে।