শনিবার, অক্টোবর ১২, ২০২৪

তুমি মায়ের ছেলে

অ আ আবীর আকাশ 

মায়ের জন্য একটি কেনো

সারা বছর দিন

জীবন দিয়ে করলে সেবা 

হয় কি মায়ের ঋণ!

একটা জীবন ফুলের মতো

পাখির মতো তাই

সৃষ্টি সেরা জগৎ মাঝে 

মায়ের উপর নাই।

ক্যামনে এতো যত্ন করে 

বুকের কোটরে

মা’র আদরে কলি থেকে 

ফুল ফোটরে।

কোন সাধনায় কোন বাসনায় 

মায়ের আদর পেলে

একটা ফড়িং জীবন তোমার 

মা’র সেবায় দাও ঢেলে।

তুমি মায়ের ছেলে। 

—-

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img