বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

তিতাসে ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুর রহমান:

কুমিল্লার তিতাসে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ বিষয়ক অবহিতকরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭মার্চ) বেলা ১২টায় বাতাকান্দি বাজারে ঔষধ প্রশাসন কুমিল্লা জেলা কার্যালয় এর আয়োজনে বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি তিতাস উপজেলা শাখা বাতাকান্দি ইউনিটের সদস্যদের নিয়ে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুসারে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ঔষধ, মেয়াদোত্তীর্ন ঔষধ, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে এবং এ সংক্রান্ত শাস্তির বিধান বিষয়ে অবহিতকরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

কেমিষ্টস এন্ড ড্রাগিস্টস সমিতি তিতাস উপজেলা শাখার সভাপতি মো.কামাল হোসেন কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুমিল্লা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্বাবধায়ক (ড্রাগ সুপার) এসডি. মো. শাহজালাল ভূঁইয়া, জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ড্রাগস ইন্সপেক্টর মো. কাজী ফরহাদ, কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন আহমেদ সাগর প্রমূখ।

এ সময় উপস্থিত ব্যবসায়ীরা রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রি ও এন্টিবায়োটিকের মোড়কের লাল রঙের সনাক্তকরণ চিহ্ন, নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় না করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস সমিতি উপজেলা শাখার সহ-সভাপতি আবু নাসের ভূঁইয়া, মো. ঈমন মুন্সি, মামুন খন্দকার, বাতাকান্দি বাজার ইউনিটের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, গাজীপুর ইউনিটের সভাপতি আবুল বাশারসহ উপজেলার ঔষধ ব্যবসায়ীরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img